বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান দলের সহকারী সেক্রেটারি ও প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাছুম। তিনি জানান, এবারের অভ্যন্তরীণ নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন নারী ও পুরুষ ভোট দেন। অনুষ্ঠানটি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন শফিকুর রহমান। তিনি বলেন, নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন না এবং দলের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই তার চেয়ে বেশি যোগ্য। তিনি আরও বলেন, জামায়াতের নেতাকর্মীরা বারবার অন্যায়ের প্রতিবাদ করায় কারাবরণ ও দমননীতির শিকার হয়েছেন।