বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা গুচ্ছগ্রামে এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বৃহস্পতিবার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, স্থানীয় যুবক জুয়েল সরদার, যিনি নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, দুই মাস ধরে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সকালে প্রস্তাবে রাজি না হওয়ায় জুয়েল ও তার সহযোগীরা তাকে মারধর করে। ভুক্তভোগী আরও জানান, জুয়েল তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে এবং আরও বিশ হাজার টাকা চাঁদা দাবি করেছে। অভিযুক্ত জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। গৌরনদী থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।