Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের পরিকল্পনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ইরান আরও ঐক্যবদ্ধ হয়েছে। ২৭ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি বলেন, এই যুদ্ধ ছিল ইরানের বিরুদ্ধে ২০ বছরের ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য ছিল জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া। কিন্তু ফল হয়েছে উল্টো—দেশে জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে। খামেনি বলেন, ইরান কিছু ক্ষতি স্বীকার করলেও শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। তিনি গাজায় ইসরাইলের হামলাকে ইতিহাসের ভয়াবহতম ট্রাজেডিগুলোর একটি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে সেই অপরাধে সহযোগী বলে অভিযুক্ত করেন। ইউক্রেন যুদ্ধ, লেবানন ও সিরিয়ায় ইসরাইলি হামলার জন্যও তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। খামেনি ইরানের প্রতিরোধ সংস্কৃতির বিশ্বব্যাপী প্রভাবের কথা তুলে ধরে জনগণকে ঐক্য, সরকারের প্রতি সমর্থন, অপচয় পরিহার ও ধর্মীয় আস্থায় দৃঢ় থাকার আহ্বান জানান। তিনি বাসিজ বাহিনীর শক্তি ও ধারাবাহিক বিকাশের ওপরও গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।