Web Analytics

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের জয়ের পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ। ম্যাচটি দুই দিনেরও কম সময়ে শেষ হয়, প্রথম দিনে পড়ে ২০ উইকেট এবং দ্বিতীয় দিনে আরও ১৬ উইকেট। স্টোকস বলেন, জয় সত্ত্বেও এমন পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ নয়, কারণ এটি অতিরিক্তভাবে বোলারদের সহায়তা করেছে এবং খেলা অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়েছে।

স্মিথও একই মত প্রকাশ করে বলেন, পুরো ম্যাচজুড়ে পিচে অতিরিক্ত মুভমেন্ট ছিল, যা ব্যাটারদের থিতু হতে দেয়নি। তিনি পরামর্শ দেন, পিচের ঘাসের দৈর্ঘ্য ১০ মিলিমিটার থেকে ৮ মিলিমিটারে নামালে ভারসাম্য ফিরতে পারে। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের এই জয় এলেও দুই দলের অধিনায়কই মনে করেন, পিচটি বোলারদের জন্য অতিরিক্ত সহায়ক ছিল।

মেলবোর্নের পিচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে—কেউ একে বোলারদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, আবার কেউ টেস্ট ক্রিকেটের ঐতিহ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।