শাহজীবাজার গ্রিডে আগুনে তিনটি ট্রান্সফরমার ও একটি সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ার পর হবিগঞ্জে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। বাহুবল ছাড়া আটটি উপজেলা অন্ধকারে ডুবে যায়। শুক্রবার সকাল থেকে এলাকাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে। পানির সংকটে দুর্ভোগ বেড়ে যায়। একটি ট্রান্সফরমার মেরামত হয়েছে, আরেকটি দ্রুত মেরামতের কাজ চলছে। নতুন যন্ত্রপাতি আনা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় দ্রুত সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।