সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতারের রাজপরিবারের আগের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কাতারের আমির প্রতিশ্রুতি অনুযায়ী নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। নতুন এয়ার অ্যাম্বুলেন্সটিও কাতারের হলেও এটি জার্মান কোম্পানির তৈরি।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য রওনা হতে পারেন।