Web Analytics

চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই মো. রিহান উদ্দিন মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ‎এ সময় স্থানীয় সমবয়সি মানিক ও রাহাত নামের দুই কিশোরসহ মাহিনের পিতা লোকমান মারাত্মক আহত হন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মো. নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে। জানা যায়, মাহিন, মানিক ও রাহাত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিএনজি অটোরিকশায় নিজ এলাকায় এলে সেখানে ওতপেতে থাকা একদল যুবক মাহিন ও তার বন্ধুদের ধাওয়া করে। এরপর পালিয়ে একটি ভবনে আশ্রয় নিলে মারধর করে খুন করে। ‎নিহতের ফুফু সুখী বেগম বলেন, আমার ভাইপো আমার কাছে পানি চেয়েছে তারা সেটিও দিতে দেয়নি। তারা রশি দিয়ে বেঁধে বেধড়ক মারতে মারতে তাকে হত্যা করেছে।‎পালিয়ে আশ্রয় নেওয়া ঘরের মালিক মোবারক জানান, আমাদের ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। লোকজনের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি কয়েকজন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।