Web Analytics

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুল মতিন বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ব্যর্থ হলে জনআকাঙ্ক্ষা ভেস্তে যাবে। রোববার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, জনগণ সচেতন থাকলে কোনো ষড়যন্ত্র বা বাধা নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারছে না, তা তাদের বুঝতে হবে, তবে নাগরিক হিসেবে তাদের সমর্থকেরা ভোট দিতে পারবে।

আবদুল মতিন অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে রক্তপাত ঘটলেও দলটির মধ্যে অনুশোচনা নেই। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে অনুতপ্ত হলে দলটি ক্ষমা পেতে পারে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ তাকে চায়নি বলেই তাকে পালাতে হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষে ‘আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’ শীর্ষক ছায়া সংসদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দল বিজয়ী হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।