ঢাকা ও আশুলিয়া এলাকায় ২১ ও ২২ নভেম্বর পরপর মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার এক বিবৃতিতে তিনি দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান জানান। তিনি বলেন, এসব ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা এবং মানুষকে সচেতন হওয়ার ইঙ্গিত। ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলার সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমাতে উদ্যোগ নিতে। তার এই আহ্বান সাম্প্রতিক ভূমিকম্পে জনগণের উদ্বেগের প্রেক্ষাপটে এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।