Web Analytics

একজন সাবেক সচিব তার ব্যক্তিগত স্মৃতিচারণে বেগম খালেদা জিয়ার নেতৃত্বগুণ, মানবিকতা ও সংযমী চরিত্রের বর্ণনা দিয়েছেন। লেখাটি ১৯৯০-এর দশকের শুরু থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত বিস্তৃত, যখন লেখক অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। এসব স্মৃতিতে উঠে এসেছে খালেদা জিয়ার পুত্রের প্রতি মমতা, তার আর্থিক সংকটের সময় উদ্বেগ, এবং প্রধানমন্ত্রী হিসেবে তার সংযত ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব।

লেখক উল্লেখ করেছেন, মেলবোর্নে কোকোর কঠিন দিনগুলোতে খালেদা জিয়া তার প্রতি সহানুভূতিশীল ছিলেন, যদিও অর্থ পাঠাতে পারছিলেন না। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি সভায় শান্তভাবে সিদ্ধান্ত নিতেন এবং লেখক হুমায়ূন আহমেদের সঙ্গে তার সৌজন্যমূলক সাক্ষাতের কথাও স্মরণ করেছেন। লেখার শেষে তিনি খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও দেশের প্রতি নিবেদন স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

এই স্মৃতিচারণ মূলত এক ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি, যেখানে খালেদা জিয়ার নৈতিক দৃঢ়তা ও মানবিক দিকটি গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।