Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শোক বই খোলা হয়েছে। রোববার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ও ঢামেকের সাবেক ছাত্র অধ্যাপক ডা. হারুন আল রশিদ শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে খোলা এই শোক বই আগামী সাত দিন কলেজ প্রাঙ্গণে স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. জাফর ইকবাল। এতে উপস্থিত ছিলেন ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও চিকিৎসকরা। অনুষ্ঠানে নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদকে অভিনন্দন জানানো হয়। উপস্থিতদের মধ্যে ছিলেন বিএনপির ঢাকা-৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নাদিম আহমেদ।

আগামী এক সপ্তাহ ধরে চিকিৎসক ও শিক্ষার্থীরা শোক বইয়ে স্বাক্ষর করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।