Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, যুবকদের বেকার ভাতা নয়, বরং তাদের হাতে কাজ তুলে দেওয়াই হবে দলের লক্ষ্য। শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫-এ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ২০২৪–পরবর্তী বাস্তবতায় ছাত্রশিবির এখন দেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পালন করছে এবং প্রতিটি যুবককে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে হবে।

ড. শফিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নৈতিক শিক্ষা, চরিত্র গঠন ও আধুনিক গবেষণার কেন্দ্রে পরিণত করতে হবে। তিনি জানান, শিক্ষাঙ্গনে সহিংসতা ও অনিরাপত্তার অন্ধকার অধ্যায় শেষের পথে, তবে তা পুরোপুরি কাটেনি। ছাত্রশিবিরকে তিনি আহ্বান জানান যেন শিক্ষাঙ্গনে অস্ত্র, মাদক ও বিশৃঙ্খলা আর না ঘটে এবং নারী শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারে।

তিনি আরও বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে এবং ন্যায়বিচার ও সততার ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।