Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম (তারেক রেজা) দাবি করেছেন, এনসিপি ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আক্তার রুমির মৃত্যু আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত খুন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের ধারাবাহিক সাইবার বুলিং ও হুমকির কারণে রুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। গত এক মাস ধরে ফোনকল ও অনলাইন হুমকি সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা মেলেনি বলে তিনি জানান।

তারেক রেজা বলেন, যারা রুমির জীবন ধ্বংস করেছে, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তরুণ কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজনৈতিক কর্মীদের বিশেষ করে নারী কর্মীদের বিরুদ্ধে অনলাইন হয়রানির ঝুঁকি নতুনভাবে সামনে এনেছে। মানবাধিকার সংগঠনগুলো স্বচ্ছ তদন্ত ও সাইবার অপরাধ দমন ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।