ইংল্যান্ডের বিপক্ষে পার্থে শুক্রবার (২১ নভেম্বর) শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ইনজুরিতে ভুগছে অজিরা, ফলে পেসারদের মধ্যে সম্পূর্ণ ফিট আছেন কেবল মিচেল স্টার্ক। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখের—ফাস্ট বোলার ব্রেন্ডন ডগেট ও ওপেনার জ্যাক ওয়াদারাল্ড। হ্যাজেলউডের চোটে ডগেটের অন্তর্ভুক্তি প্রত্যাশিত ছিল, আর ওয়াদারাল্ড ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন। মার্নাস লাবুশেন ফিরেছেন তিন নম্বরে, ক্যামেরন গ্রিনও ফিরেছেন শীর্ষ ছয়ে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো একসঙ্গে দুইজনের অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট দলে, আর অ্যাশেজে এমন ঘটনা ঘটেছিল সর্বশেষ ২০১০–১১ মৌসুমে। সম্ভাব্য একাদশে রয়েছেন ওয়াদারাল্ড, খাজা, লাবুশেন, স্মিথ (অধিনায়ক), হেড, গ্রিন, কেরি (উইকেটকিপার), স্টার্ক, লায়ন, ডগেট ও বোল্যান্ড।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।