Web Analytics

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ইউএনডিপি ব্যালট প্রজেক্টে মোট ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে। অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় ২ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে।’ তিনি বলেন, এই প্রজেক্টের আওতায় ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রেনিং, ইন্সটিটিউশনাল ফ্রেমওয়ার্ক সহ ১৬টি কম্পোনেন্ট পরিচালিত হবে। এ নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি বলেন, ‘আমরা প্রকল্পে সরাসরি সহায়তা করার জন্য ২ মিলিয়ন ডলার অনুদান দিতে পেরে আনন্দিত। এ গুরুত্বপূর্ণ সময়ে আমাদের ক্ষুদ্র অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা গর্বিত।’ এ প্রসঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার দাতা দেশগুলো প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসবে, এইরূপ কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।