বুধবার সকালে নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. আমিরুজ্জামান মিয়া (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আমিরুজ্জামান কাশিয়ানী উপজেলা (দক্ষিণ) যুবলীগের আহ্বায়ক। ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, যুবলীগ নেতা আমিরুজ্জামানকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।