Web Analytics

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে দুই আওয়ামী লীগ নেতার পরিবারের বেয়াইখানা আয়োজনের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাতিয়া উপজেলায় বদলি করা হয়েছে। ১৯ জানুয়ারি দুপুরে মামলার হাজিরার সময় নারী হাজতখানায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই আয়োজন হয়। দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় বন্দি দুই নেতার পরিবার এই অনুষ্ঠানটি সম্পন্ন করে।

বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের ২৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বন্দি দুই নেতা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল ও হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদ। তারা হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।