Web Analytics

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যারা ২৯ ডিসেম্বরের আগে নিজের পক্ষ থেকে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি জানান, আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে এই বৈধতা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার সুযোগ দেওয়া হবে না। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করলে সেই ভোট বাতিল হবে। তিনি জানান, সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একই সময়ে গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে কারণ প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক রয়েছে। তিনি প্রশাসনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।