সোমবার ১৭ (ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতার পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে উচ্চ আদালতের নির্দেশে। উল্লেখ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এর আগে ১ ডিসেম্বর ২০২৪ পূর্বের রায় বাতিল করে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিদের খালাস দিয়েছিল হাইকোর্ট।