Web Analytics

চলতি বছরে স্পেনে পৌঁছানোর চেষ্টাকালে সাগরে তিন হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্পেনের অভিবাসী অধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টিরাস’। সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ৯০ জন ডুবে মারা গেছেন, যাদের মধ্যে ১৯২ জন নারী ও ৪৩৭টি শিশু রয়েছে। যদিও মোট মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় কমেছে, জাহাজডুবির সংখ্যা বেড়ে ৩০৩ হয়েছে এবং ৭০টি নৌকা কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়েছে।

সংস্থার গবেষণা সমন্বয়কারী হেলেনা ম্যালেনো জানান, মৃত্যুর সংখ্যা কমলেও জাহাজডুবির বৃদ্ধি উদ্বেগজনক। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্র ও স্থলপথে ৩৫ হাজার ৯৩৫ জন অনিয়মিত অভিবাসী স্পেনে পৌঁছেছেন, যেখানে ২০২৪ সালে একই সময়ে এই সংখ্যা ছিল ৬০ হাজার ৩১১। এই হ্রাসের প্রধান কারণ হিসেবে সীমান্ত পুলিশিং কঠোরকরণকে দায়ী করা হয়েছে, বিশেষ করে মৌরিতানিয়ায়, যা স্পেনে যাওয়া অভিবাসীদের অন্যতম প্রধান প্রস্থান বিন্দু।

প্রতিবেদনটি ইউরোপে উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ যাত্রায় নামা অভিবাসীদের চলমান বিপদের চিত্র তুলে ধরেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।