Web Analytics

জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে তেরটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেয়েছে।

ডা. তাহের বলেন, আমাদের একটি ভূখণ্ড থাকলেও প্রকৃত স্বাধীনতা ছিল না, কারণ পূর্ববর্তী সরকারগুলো ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে দেশ পরিচালনা করেছে। তিনি দাবি করেন, দেশের তরুণরা জীবন ও রক্ত দিয়ে ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, যা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তিনি কোনো দুর্নীতি করেননি, যদিও সরকার মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছিল এবং পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।

তার এই বক্তব্য জামায়াতের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী জাতীয় নির্বাচনকে ঘিরে দেওয়া হয়, যা তিনি জাতীয়ভাবে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।