মেক্সিকো'তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বলেন, স্বৈরাচার উৎখাত করা ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান উজ্জ্বীবিত আশার প্রতীক। এই আশাকে বাস্তবে রুপ দিতে সরকার সাহস এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, পুলিশ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই-- এই প্রধান বিষয়গুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে। ফজল বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নের ভিত্তিটা ছিলো একটি গণতান্ত্রিক এবং সকলের অংশগ্রহণমূলক দেশ গড়ে তোলা। পাঁচ দশকের বেশি সময় পর আজও সেই স্বপ্ন পূরণের যাত্রা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ২৬ মার্চ প্রতিটি বাংলাদেশির হৃদয়ে মর্যাদার জায়গা দখল করে রয়েছে। এই দিন থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। এ যুদ্ধটা শুধু বিদেশি শক্তির অধীনতা থেকে মুক্তির যুদ্ধ ছিলোনা বরং এ যুদ্ধটা ছিলো শোষণ, বৈষম্য এবং অন্যায় থেকে মুক্তি লাভের। এই সময় তিনি অর্থনীতির অগ্রগতির কথা উল্লেখ করে মেক্সিকোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ৫০তম বার্ষিকী পালনের উদ্যোগের কথা জানান।