ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যৌথ বিবৃতিতে তিনি আরো বলেন, গত ১৬ মাসে ইসরাইল ইরানের কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই কাজ সমাপ্ত করতে পারবেন বলে নিশ্চয়ইতা পেশ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। তিনি ইসরাইলের সাথে একমত প্রকাশ করেন যে, ইরান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার বড় উৎস।