ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন বণ্টনের দায়িত্ব তারেক রহমানের ওপর ছেড়েছে বিএনপির মিত্র দল ও জোটগুলো। তারা জানান, এখনো চূড়ান্ত আলোচনা হয়নি, তবে তারেক রহমানের সিদ্ধান্তেই আস্থা রাখছেন। নির্বাচন ঘনিয়ে এলে সমঝোতার বিষয়টি স্পষ্ট হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, এলডিপির শাহাদাত হোসেন সেলিম ও এনপিপির ফরিদুজ্জামান ফরহাদসহ নেতারা জানান, বিএনপি শরিকদের মূল্যায়ন করবে—এমনটাই প্রত্যাশা তাদের।