চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি নাজিম উদ্দিন (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার এনায়েতবাজার মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার র্যাব বিষয়টি নিশ্চিত করে জানায়, নাজিম শহরের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন এবং মানুষের ভিড়ে মিশে থেকে লুকিয়ে ছিলেন।
গত শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর দিঘির পাড় এলাকায় জামাল উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। মোটরসাইকেলে করে আসা তিনজন সশস্ত্র ব্যক্তি কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই জামাল নিহত হন এবং তার মাথা থেকে গলা পর্যন্ত ১৩টি গুলির চিহ্ন পাওয়া যায়। হামলায় আহত নাসির উদ্দিন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাজিমকে ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা আশা করছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে নতুন অগ্রগতি হবে এবং হত্যার পেছনে পুরনো বিরোধ, ব্যবসায়িক বা রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।