শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান’কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছোড়ে এবং আগুন ধরিয়ে দেয় বিভিন্ন স্থানে। সংঘর্ষের মধ্যে এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তিন দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা—জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দাবি করে। দাবি না মানা পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দেন তারা। বিক্ষুব্ধরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পুলিশ ব্যারিকেডের রোড-ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের সামনের অস্থায়ী তাঁবুতেও আগুন লাগানো হয়, ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।