ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় বুধবার আরেকটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৮শ জনকে। ওসি জানান, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। দুর্বৃত্তায়নে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। বুধবার সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্টে দোকানপাট বন্ধ করে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, ইসরাইলবিরোধী আন্দোলনের নামে ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। তারা বলেন, ব্যবসায়ীরা সবাই ফিলিস্তিনের ওপর এ হামলার বিরুদ্ধে আছে। সিলেটের মার্কেটে ইসরাইলি পণ্য যাতে এখানে না আসতে পারে সেজন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে। এ সময় তারা ইসরাইলি সব পণ্য বর্জনের আহবান জানান।