Web Analytics

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখন ল্যাবরেটরিতে বিশ্বের সবচেয়ে বিরল রক্তের ধরন ‘আরএইচ নাল’ বা ‘গোল্ডেন ব্লাড’-এর বিকল্প তৈরি করার চেষ্টা করছেন। প্রতি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে পাওয়া এই রক্তে ৫০টি আরএইচ অ্যান্টিজেনের কোনোটি নেই, ফলে এটি প্রায় সব আরএইচ গ্রুপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে বিশ্বের প্রায় ৫০ জনের শরীরে এই রক্ত শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র ও স্পেনের গবেষকেরা সিআরআইএসপিআর-সিএএস৯ জিন এডিটিং ও স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে কাস্টমাইজড লোহিত রক্তকণিকা তৈরির চেষ্টা চালাচ্ছেন। তবে ব্যাপক উৎপাদনে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়ে গেছে। যুক্তরাজ্যে ‘রিস্টোর’ নামে প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে ল্যাবে তৈরি রক্ত মানবদেহে পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ল্যাব-উৎপাদিত বিরল রক্ত চিকিৎসা বিজ্ঞানে বড় অগ্রগতি আনতে পারে এবং জীবন রক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।