নেপালের দুর্নীতি তদন্ত কমিশন (সিআইএএ) পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে ৫৫ জন ব্যক্তি ও একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ সাবেক মন্ত্রী, দশ সাবেক সচিব ও চীনা অর্থায়নে নির্মিত প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তারা। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে প্রায় ৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার (৮৩৬ কোটি নেপালি রুপি) অনিয়মিতভাবে লেনদেন করা হয়েছে।
সিআইএএর অভিযোগ অনুযায়ী, প্রকল্পের অনুমোদিত ব্যয় ‘ক্ষতিকর অভিপ্রায়’ নিয়ে সংশোধন করা হয় এবং দরপত্র প্রক্রিয়ায় চীনা প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিংকে বিশেষ সুবিধা দেওয়া হয়। ২০১১ সালে গোপন সমঝোতা স্মারক স্বাক্ষর, ভুল প্রযুক্তিগত সমীক্ষা ও অস্বচ্ছ দরপত্র প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
এটি নেপালের বিশেষ আদালতে দাখিল হওয়া সবচেয়ে বড় দুর্নীতি মামলা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মামলা বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর প্রতি জনআস্থা ও চীনা বিনিয়োগের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে।