কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বুধবার সকালে বেতন বকেয়া আদায়ের দাবিতে পৌর সার্ভেয়ারের সঙ্গে হাতাহাতির ঘটনায় অফিস সহায়ক শহিদুল ইসলাম কুটি (৫৬) মারা গেছেন। সকাল সাড়ে ৯টার দিকে পৌর ভবনের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর প্রায় ৪২ মাসের বেতন, মোট প্রায় ১০ কোটি টাকা, বকেয়া রয়েছে। এ অবস্থায় শহিদুল বিভিন্ন দপ্তরের দরজা বন্ধ করতে গেলে সার্ভেয়ার ফিরোজুল ইসলামের সঙ্গে তর্ক ও হাতাহাতি হয়। পরে শহিদুলকে অচেতন অবস্থায় ১০১ নম্বর কক্ষে পাওয়া যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা বিক্ষোভ করে সার্ভেয়ারের বাড়িঘর ভাঙচুর ও পৌরসভার প্রধান ফটক অবরোধ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।