জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান।' ইউরেনিয়াম সরিয়ে নেওয়া প্রসঙ্গে বলেন, ‘কিছু অংশ হামলায় ধ্বংস হয়ে যেতে পারে, তবে কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। তাই এক পর্যায়ে এ বিষয়ে স্পষ্টতা আসা প্রয়োজন।’ গ্রসি বলেন, ‘আমাদের জানতে হবে সেখানে কী আছে, কোথায় আছে এবং কী ঘটেছে।’ তবে তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্ডোতে গ্রসির পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।