দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং শতকোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জানা যায়, খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ডে বসবাস করছেন। তার ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। মোশাররফ হোসেন তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ-সদস্য নির্বাচিত হন।