ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও যশোর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। অন্তত ৮টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকেও অবরোধ করেন বিক্ষোভকারীরা। সন্ধ্যার পর তুলে নেন সেই অবরোধ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।