বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত করা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের সদস্যপদ পুনর্বহাল করেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে ড্যাব ও বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নতুন ঘোষণায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের পুনরায় সংগঠনের যেকোনো পদে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। গত ২৯ জুলাই তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। ১৯৯৩ সালে বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন হিসেবে ড্যাব প্রতিষ্ঠিত হয়।