Web Analytics

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান ও চিকিৎসক ডা. জাফরের অংশগ্রহণে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সরকার ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করবে।

চিকিৎসা বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে এবং অক্সিজেন স্বল্পতা অব্যাহত রয়েছে। যদিও কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা স্থিতিশীল, তবুও ব্রেন ইনজুরির কারণে হরমোন ভারসাম্যহীনতা ও রক্তচাপের ওঠানামা দেখা দিচ্ছে। চিকিৎসক দল নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে হাদির চিকিৎসার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।