Web Analytics

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্টের মাধ্যমে, পরে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপাচার্য বলেন, মহান বিজয় দিবস জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে। গাকৃবি কর্তৃপক্ষ জানায়, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিজ্ঞানমনস্ক ও মানবিক নাগরিক গড়ে তুলতে বদ্ধপরিকর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।