ছাত্রশিবির এক বিবৃতিতে বলেছে, ২০০৮ সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে। জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনেও নিরস্ত্র মানুষের ওপর চালায় গণহত্যা। আরো বলেছে, কিন্তু সেই গণহত্যার বিচার সম্পন্নকরণে আমরা অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করছি। অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি প্রদান এবং পুনর্বাসনের চেষ্টাও চলছে নানা মহল থেকে।' বিবৃতি দাবি করা হয়েছে, ফ্যাসিবাদী আমলে ১০১ জনকে শহিদ, সহস্রাধিককে পঙ্গু এবং অসংখ্য শিবির নেতাকর্মীদের গুম করা হয়। বর্তমানেও ৭ জন ভাই গুম অবস্থায় রয়েছে। এখনও প্রায় ১১ হাজারের অধিক মিথ্যা মামলা বলবৎ আছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। আগামী তিন সপ্তাহের মধ্যে গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি, ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করার হুঁশিয়ারি উচ্চারন করেছে ছাত্রশিবির।