আজ থেকেই বাংলাদেশে ফিক্সড ইন্টারনেট প্যাকেজের মূল্য কমানো হয়েছে, যেখানে ১০ এমবিপিএস গতি দিয়ে ৫০০ টাকায় শুরু হচ্ছে নতুন প্যাকেজ। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB) দেশের ইন্টারনেট সেবার মান উন্নয়ন ও বৈশ্বিক সূচকে অবস্থান উন্নয়নে কাজ করছে। তারা ৫% ভ্যাট গ্রাহকের কাছ থেকে আদায় করে সরকারের কোষাগারে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং গ্রাহকদেরকে লাইসেন্সপ্রাপ্ত আইএসপি থেকে সংযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।