Web Analytics

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে ৭ জানুয়ারি হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই রিট শুনতে অপারগতা প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৫ জানুয়ারি এই রিট দায়ের করেন, যেখানে ১১ ডিসেম্বর ঘোষিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। হাইকোর্টের এই আদেশে মামলাটি আপাতত কার্যতালিকা থেকে বাদ পড়ায় এর বিচারিক প্রক্রিয়া স্থগিত থাকছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।