Web Analytics

জাপানের উত্তরাঞ্চলে সোমবার ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের পর তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আশপাশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণ করছে। জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্পের মুখোমুখি হয়। এই সাম্প্রতিক ভূমিকম্পটি আবারও দুর্যোগ প্রস্তুতি ও পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।