Web Analytics

বাংলাদেশের দৈনিক *আমার দেশ*-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে ড. খান জহিরুল ইসলাম দাবি করেছেন, জুলাই আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে দেশি ও বিদেশি শক্তির যৌথ ভূমিকা রয়েছে। লেখকের মতে, হাদি ছিলেন এমন এক রাজনৈতিক সংস্কারক, যিনি দীর্ঘ ৫৪ বছরের দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছিলেন। নিবন্ধে বলা হয়েছে, চারটি পক্ষ—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল, ভারত, বিএনপি এবং কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব—হাদির হত্যার সরাসরি বা পরোক্ষ ভূমিকা পালন করেছে।

ড. জহিরুলের অভিযোগ, হাসিনার ঘনিষ্ঠরা হত্যার পরিকল্পনা করেন এবং ভারত খুনিদের আশ্রয় ও সহায়তা দেয়। বিএনপি ও কিছু টকশো ব্যক্তিত্বকে তিনি অভিযুক্ত করেছেন হত্যার অনুকূল পরিবেশ তৈরির জন্য। নিবন্ধে আরও বলা হয়েছে, হাদির মৃত্যুর বিচার না হলে তা বাংলাদেশের রাজনৈতিক ও নৈতিক সংকটকে আরও গভীর করবে। লেখক প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র কি এই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে, নাকি নীরবতা দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে বন্ধ্যা করে দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।