নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রবিবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ভোটের পাঁচ দিন আগে এ সংখ্যা বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরাতে হবে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না এবং সদস্যরা পদে থেকে ভোটে অংশ নিতে পারবেন না। ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো শুরু হবে। সরকারি, আধা সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা ভোটের দায়িত্বে থাকবেন, তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের যুক্ত করা হবে না। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও ডাকঘর প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।