ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানি পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভাগীরথপুরা এলাকায়, যেখানে কয়েক দিন ধরে পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের প্রত্যেক পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। এলাকায় একটি শৌচাগার নির্মাণস্থলের কাছে পানির পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে, যার মাধ্যমে দূষিত পানি সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তারা আগেই পানির দুর্গন্ধের বিষয়ে কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।