মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কেন্দ্রীয় যুবদল তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও তার পরিবারের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারা দেওয়ার অভিযোগে এই নোটিশ পেয়েছেন। যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত ওই নোটিশে বিষয়টি ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের সময় ফারুকের নেতৃত্বে ৪০–৫০ জন কর্মী শাজাহান খানের ভাইয়ের পেট্রোল পাম্পে অবস্থান নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, ফারুক আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগ নেতার ব্যবসা পাহারা দিয়েছেন, যা দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
ফারুক হোসেন ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ ও প্রশাসনের অনুরোধে নাশকতা ঠেকাতে তারা মাঠে ছিলেন। বিষয়টি ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।