Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরীক্ষার্থী ঢাকার বাইরে কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে এবং যাদের ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে, তারা চাইলে ঢাকায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।

আবেদনের সময় পরীক্ষার্থীদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে। নতুন সময়সূচি পরীক্ষার্থীদের সুবিধা ও ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।