Web Analytics

১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬২ আসনের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান জানিয়েছেন, তিন ঘণ্টার উড়ান শেষে করাচিতে পৌঁছাবে উদ্বোধনী ফ্লাইটটি।

বিমান কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। সরকারের অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বিমানের ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে, যা পরে পুনর্বিবেচনা করা হতে পারে।

নতুন অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশকে নির্ধারিত রুট ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। করাচি বিমানবন্দরে আলাদা স্লট বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি ফ্লাইটের বিস্তারিত তথ্য আগে থেকেই জানাতে হবে। কর্মকর্তাদের মতে, এই সরাসরি ফ্লাইট দুই দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।