হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেছেন, ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করেছে। রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ভারতে মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা পদদলনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলিমদের পিটিয়ে হত্যা এবং বড়দিন উৎসবে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা ঘটছে।
আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী বাংলাদেশবিরোধী জাতিবাদী ঘৃণা ও মুসলিমবিদ্বেষ উসকে দিচ্ছে। তিনি দাবি করেন, এক বিজেপি নেতা বাংলাদেশকে ইসরাইলের মতো ‘শেষ’ করার হুমকি দিয়েছেন এবং ভারতীয় গণমাধ্যম বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। তার মতে, ভারতের আধিপত্যবাদী আচরণ বন্ধ না হলে প্রতিবেশী সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও ঢাকায় খ্রিস্টান চার্চের সামনে বিস্ফোরণের ঘটনাগুলো রাজনৈতিক স্বার্থে পরিচালিত। এসব ঘটনার পেছনে ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং এসব চক্রান্ত মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।