মানিকগঞ্জের বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে অপহরণকারীরা। পরিবার জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। তিনি বের হয়েছিলেন দেড় লাখ টাকা সাথে করে। এরপর আর ফেরত না আসায় জিডি করা হয়েছে থানায়। অপহৃত ইদ্রিস আলীর স্ত্রী জানিয়েছেন, রোববার দুপুরে ৩ বার ফোন দিয়েছে অপহরণকারীরা। ফোন দিয়ে মুক্তিপণ দাবি করেছে ৮ লাখ টাকা। পুলিশ ও সাংবাদিকদের জানালে পাঠানো হবে লাশ, এমন হুমকিও দিয়েছে। ওসি বলেছেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধার করবেন, আশাবাদী।