Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, প্রশিক্ষণ ও ডিজিটাল সুযোগের মাধ্যমে দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। রোববার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বগুড়ায় ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্রিল্যান্সিং ও অনলাইন পেশায় যুক্তদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। শিক্ষার্থী ও তরুণদের ইন্টারনেট ব্যবহারে সহায়তা করতে বগুড়ার ২০টি স্থানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনাও তিনি জানান।

তারেক রহমান আরও বলেন, সারাদেশে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮৫ শতাংশ নারী। ইউরোপ, মধ্যপ্রাচ্য, জাপান ও চীনের শ্রমবাজারের উপযোগী করে কারিগরি ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি সংক্ষিপ্ত করে ৭টি মূল দফায় বাস্তবায়ন করা হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ধ্বংসাত্মক রাজনীতির পরিবর্তে এখন দেশ গড়ার সময়। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।