Web Analytics

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি নাগরিক হত্যার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। রাজধানীর জামান টাওয়ারে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, বিএসএফ মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করছে। তিনি দাবি করেন, সীমান্তে পতাকা বৈঠকের আলোচ্য বিষয় জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দিল্লিকে প্রতিহিংসাপরায়ণ নীতি পরিত্যাগ করে বাংলাদেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে হবে। সভায় অন্যান্য নেতারা সীমান্তে সামরিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। এই প্রতিবাদ সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ড ও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন ঘটায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।